দেশ বিভাগে ফিরে যান

এগোতে পারে লোকসভা নির্বাচন? ২০২৪-এর মার্চকে পাখির চোখ মোদী-শাহর

April 21, 2023 | 2 min read

এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন, ক্রমশ জোরালো হচ্ছে সে সম্ভাবনা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন, ক্রমশ জোরালো হচ্ছে সে সম্ভাবনা। উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালে লোকসভা ভোট শুরু হয়েছিল এপ্রিলে। কিন্তু ২০২৪-এর মার্চেই হতে পারে লোকসভা ভোট। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির শুরুতে ভোট অন অ্যাকাউন্টস বাজেট পেশ করবে মোদী সরকার। সেই মাসের শেষের দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দল এবং সরকারকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন স্বয়ং মোদী-শাহ, খবর তেমনই। চলতি বছরের অক্টোবর থেকেই প্রার্থী বাছাইয়ের কাজ আরম্ভ করবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঠিক করতে, দলীয় রিপোর্টের পাশাপাশি কোনও বেসরকারি পেশাদার সমীক্ষক সংস্থাকেও কাজে লাগাচ্ছে বিজেপি। ভাবমূর্তি খতিয়ে দেখে তবেই চূড়ান্ত করা হবে টিকিট।

খবর মিলেছে, বাজেট বরাদ্দের পুরো অর্থ খরচ করার জন্য সমস্ত মন্ত্রককে নির্দেশ দেওয়া হচ্ছে। জনস্বার্থ সম্পর্কিত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিচ্ছেন মোদী। জানুয়ারির মধ্যেই সেগুলির কাজ এগিয়ে রাখা হবে। অন্যদিকে, বিজেপির অন্দরে নতুন মুখের খোঁজ চলছে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, ৬০ শতাংশ এমপি আর টিকিট পাবেন না। নয়া মুখ খুঁজে আনতে পেশাদার সমীক্ষকদের কাজ লাগানো হচ্ছে। কোন সাংসদের পারফরম্যান্স কেমন, কোন লোকসভা কেন্দ্রে কোন বিজেপি নেতার ভাবমূর্তি ভাল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। দলীয় স্তরের রিপোর্ট এবং সমীক্ষার ফল যাচাই করে তবে টিকিটের বিষয়ে ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক আঞ্চলিক দল এনডিএ ছেড়ে দেওয়ার, ২০২৪ সালে বিজেপিকে অনেক বেশি আসনে একা লড়তে হবে। ফলে এত সংখ্যক নতুন প্রার্থী খুঁজে পেতেও মোদী-শাহকে বেগ পেতে হবে।

পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে বিজেপি, ডিসেম্বর বা জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করা হবে। আগামী আট মাসে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানায় পরপর বিধানসভা নির্বাচন হবে। অন্যদিকে, লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটগুলি সেরে ফেলতে চাইছেন মোদী। সংশ্লিষ্ট রাজ্যগুলির মতের উপর বাকিটা নির্ভর করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Election Commision of India, #bjp, #politics, #march, #Loksabha Elections

আরো দেখুন