Blue Tick হারালেন অমিতাভ-শাহরুখরা? টাকা দিতে পারছেন না, প্রশ্ন Social Media-য়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইলন মাস্ক নতুন নিয়ম করেছিলেন যে সকল টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাঁদের নামের পাশেই এই বিশেষ চিহ্ন বসবে।
শচীন তেন্ডুলকর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, বিল গেটস, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি, কিম কার্দাশিয়ান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সৌরভ গাঙ্গুলি, সাইনা নেওয়াল, বিরাট কোহলি, সানিয়া মির্জা, রোহিত শর্মা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে তাদের ব্লু-টিক হারিয়েছেন। মনে করা হচ্ছে Legacy Verified টুইটার অ্যাকাউন্ট যেগুলি, সেগুলি থেকেই সরেছে ‘ব্লু টিক’ । তবে কবে তা ঠিক হবে, বা আদৌ হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন অনেক ব্যবহারকারীর মনেই।
‘ব্লু টিক’ রাখার জন্য টুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করে মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। টুইটার কতৃপক্ষ জানাল যারা আগে থেকে এই মাসিক ৬৫৭ টাকা দিয়ে রেখেছিলেন তাদের নামের পাশে ব্লু টিক এখনও রয়েছে।