কলকাতা সহ গোটা রাজ্য ভিজবে আজ বৃষ্টিতে? ইঙ্গিত আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি।
ভোর থেকে হালকা মেঘলা আকাশ কলকাতায়। আবহাওয়া দপ্তর জানাল আজ সন্ধ্যার পর কলকাতায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বৃষ্টির দেখা পেতে পারে। ৩৫ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের আট জেলা রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হবে। যদিও এই বৃষ্টি হওয়ার পর গরম তেমন কমবে না তবুও কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।