বিবিধ বিভাগে ফিরে যান

জামা মসজিদ, শাহজাহানের তৈরি লাল বেলেপাথরের এক বিস্ময়

April 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাল বেলেপাথরের জামা মসজিদ সত্যিই এক বিস্ময়। স্থাপত্যের অন্যতম সেরা এক নিদর্শন। আগ্রার জামা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। আগ্রা ফোর্টের ঠিক পাশেই অবস্থিত এই মসজিদটি শাহজাহান তার কন্যা জাহানারা বেগমের জন্য নির্মাণ করেছিলেন। মসজিদটির নাম, ‘মসজিদ-ই-জাহান নুমা’, যা জামে বা জামা মসজিদ নামেই বহুল পরিচিত। মসজিদ-ই-জাহান নুমা শব্দটির অর্থ ‘বিশ্বের প্রতিফলন ঘটে যে মসজিদে’। বিশাল মসজিদ এই যেন পৃথিবীরই প্রতিবিম্ব।

তৎকালীন শাহজাহানাবাদ আজকের পুরনো দিল্লিতে সম্রাট শাহজাহানের নির্দেশে ১৬৪৪ সালে জামা মসজিদের নির্মাণ শুরু হয়েছিল। দীর্ঘ ১২ আগে পর ১৬৫৬ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়।

১৬৫৬ সালের ২৩ জুলাই পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ মাধ্যমে এই মসজিদের উদ্বোধন হয়েছিল। উজবেকিস্তানের বুখারা নগরীর ইমাম আব্দুল গফুর শাহ বুখারী এসেছিলেন সম্রাটের নিমন্ত্রণে, তিনিই মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই থেকে আদ্যবধি মসজিদটির ইমাম হিসেবে আব্দুল গফুরের বংশধররাই নিযুক্ত হচ্ছেন।

মসজিদ এলাকার দৈর্ঘ্য প্রায় ২৬১ ফুট এবং প্রস্থ ৯০ ফুট। মসজিদে প্রবেশের জন্য ৩টি প্রবেশদ্বার রয়েছে। প্রতিটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশের সময় গড়ে ৩৫টি সিঁড়ি পাড়ি দিতে হবে, কারণ মসজিদটি প্রায় ৩০ ফুট উচ্চতায় নির্মিত হয়েছে। মসজিদে ৩টি মার্বেলের তৈরি গম্বুজ, ৪টি টাওয়ার এবং ২টি মিনার রয়েছে। মসজিদে প্রায় ২৫ হাজার মানুষ এক সঙ্গে বসে নামাজ পড়তে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Jama Masjid

আরো দেখুন