এবার রুপোলি পর্দায় ঋত্বিক ঘটকের জীবন, কোন ভূমিকায় শিলাজিৎ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একই সঙ্গে উচ্চারিত হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের নাম। সত্যজিতের পথের পাঁচালি নির্মাণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবি, শতবর্ষে মৃনাল সেনকে নিয়েও আসতে চলেছে একাধিক উপস্থাপনা, এবার ঋত্বিক ঘটকের জীবন উঠে আসতে চলেছে রুপোলি পর্দায়। পরিচালক শুভঙ্কর ভৌমিকের তৈরি করছেন ‘অলক্ষ্যে ঋত্বিক’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। প্রসঙ্গত, ঋত্বিক ঘটকের প্রথম জীবনী নির্ভর ছবি বানান কমলেশ্বর মুখোপাধ্যায়। সেই ছবিতে অর্থাৎ ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়।
ছবিতে নামভূমিকায় অর্থাৎ কিংবদন্তি পরিচালকের ভূমিকায় অভিনয় করতে চলেছেন গায়ক শিলাজিৎ মজুমদার। ঋত্বিকের লুকে শিলাজিতের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, মাত্র চার দিন শ্যুটিং হয়েছে। রাসবিহারীর একটি বাড়িতে চলছে শ্যুটিং। সুরমা ঘটকের চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার। জানা গিয়েছে, ছবিতে ঋত্বিকের ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত দেখানো হবে। কলকাতা আর উত্তরবঙ্গ মিলিয়ে দৃশ্যধারণের কাজ চলবে। শিলাজিৎ ছাড়াও প্রতীপ সরকার, মীনাশ্রী সরকার, রাজ, শুভম বসু, বিডি মুখোপাধ্যায়, শিবাজি দাশগুপ্ত, দেবব্রত অধিকারী, সম্রাট মুখোপাধ্যায়, মৃন্ময় কর্মকার, সুদীপ্ত গায়েন, দেবারতি পাল প্রমুখরা ছবিতে অভিনয় করছেন বলে জানা গিয়েছে।
এক নজরে দেখে নিন অন্যান্য কলা-কুশলীদের:
- বাসু ভট্টাচার্যের ভূমিকায় থাকছেন রাজ।
- সালাউদ্দিন কাজির ভূমিকায় অভিনয় করছেন সম্রাট মুখার্জি।
- চিদানন্দ দাশগুপ্তর ভূমিকায় দেখা যাবে শিবাজী দাশগুপ্তকে।
- শুভম বসুকে দেখা যাবে সমরেস বসুর ভূমিকায়।
- ঋষিকেশ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেবব্রত অধিকারীকে দেখা যাবে।
- বিমল রায়ের ভূমিকায় থাকছেন বি. ডি. মুখোপাধ্যায়।
- সতীন্দ্র ভট্টাচার্যের ভূমিকায় অভিনয় করছেন সুদীপ্ত গায়েন।
- সলিল চৌধুরীর ভূমিকায় করছেন মৃন্ময় কর্মকার।
- শম্ভু মিত্রের ভূমিকায় প্রতিপ সরকারকে দেখা যাবে।
- শাঁওলি মিত্রের ভূমিকায় মীনাশ্রী সরকার অভিনয় করবেন।
- রিংকি ভট্টাচার্যের ভূমিকায় দেবারতি পালকে দেখা যাবে।