একধাক্কায় ৪ ডিগ্রি কমল পারদ, দুপুরে-সন্ধেয় বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলে গতকাল দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা ভাল পাল্টেছে। দিনভর মৃদু হাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় ও কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে। ফলে আজ, শনিবার কলকাতা-সহ বঙ্গের বিভিন্ন জেলাতে এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি ডিগ্রি কমেছে পারদ। আজ সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে চলবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে আজ বিক্ষিপ্ত ভাবে খুব হাল্কা বৃষ্টি হতে পারে। কাল বৃষ্টি হবে মূর্শিদাবাদ ও হাওড়ায়। তার পরের দিন থেকে প্রায় সব জেলাতেই হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে বুধবার থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। এবার ভারী বৃষ্টির সাক্ষী থাকল উত্তরবঙ্গ। ডুয়ার্সের একাধিক অঞ্চলে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়।