বিবিধ বিভাগে ফিরে যান

আজ বই দিবস, কবে থেকে পালিত হচ্ছে দিনটি?

April 23, 2023 | < 1 min read

২৩ এপ্রিল দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়
ছবি সৌজন্যে: Research Publications

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বই দিবস। সাহিত্যের প্রতি সম্মান জানাতেই ২৩ এপ্রিল দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়। বই হল অবসর যাপনের সঙ্গী। কখনও সে বিনোদনের মাধ্যম, আবার সে জ্ঞান আরোহণের দিশারী। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে বইয়ের সংখ্যা। বইকে ঘিরে বহু মানুষের আবেগ জড়িত। ১৯৯৫ সাল থেকে বইটিকে ঘিরে পালিত হচ্ছে দিনটি। বই দিবসের মূল উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো।

সাহিত্যের পাশাপাশি লেখকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনও করা হয় এই বিশেষ দিনে। স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসকে বিশ্ব বই দিবসের জনক বলা যেতে পারে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস। আন্দ্রেস ছিলেন তাঁর ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই, ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে আন্দ্রেস স্পেনে বিশ্ব বই দিবস পালন করা আরম্ভ করেন। এরপর প্রতিবছরই দিবসটি পালন করার দাবি ওঠে। তারপর ১৯৯৫ সালে দিনটি স্বীকৃতি পায়। সেই থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। প্রতি বছর দিনটির আলাদা আলাদা থিম থাকে। এবারের থিম হল- Read.. So you never feel alone. তর্জমা করলে দাঁড়ায়, পড়ুন.. তাহলে কখনও একাকিত্ব অনুভব করবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#World Book Day

আরো দেখুন