বিনোদন বিভাগে ফিরে যান

দেখুন শ্যুটিং সেটে মানিকবাবুর কিছু দুষ্প্রাপ্য ছবি

April 23, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ২৩ এপ্রিল। আজকের দিনেই বাংলা হারিয়েছিল সাত রাজার ধন এক মানিককে, আজ বরেণ্য পরিচালক তথা লেখক সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস। বাঙালির চিরস্মরণীয় আইকনদেরা মধ্যে সত্যজিতের স্থান একেবারে প্রথম সারিতে।

আজকের এই শুভদিনে আসুন দেখে নিই মানিকবাবুর কিছু দুষ্প্রাপ্য ছবি:

‘আগন্তুক’ সিনেমার শ্যুটিংয়ের সময়, অবসরে আড্ডায় সত্যজিৎ রায়, উৎপল দত্ত, মমতা শংকর, দীপঙ্কর দে প্রমুখ ৷

‘ঘরে বাইরে’ ছবিতে নিজের হাতে মেকআপ করে দিচ্ছেন সত্যজিৎ রায়৷ ছবিটি নিমাই ঘোষের তোলা৷

‘সীমাবদ্ধ’ ছবির শ্যুটিংয়ের সময় শর্মিলা ঠাকুরকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন সত্যজিৎ রায়৷

‘পথের পাঁচালি’ ছবির শ্যুটিংয়ে সত্যজিৎ রায়৷

‘পিকুর ডায়েরি’ ছবির শ্যুটিংয়ের সময় শিশুশিল্পীকে দৃশ্য বোঝাচ্ছেন সত্যজিৎ রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rare Pictures, #Satyajit Ray

আরো দেখুন