বিনোদন বিভাগে ফিরে যান

টেনিদা ফিরছে গরমে ছুটিতে, টেনি-ক্যাবলা-হাবুল-প্যালাদের চরিত্রে কারা?

April 23, 2023 | < 1 min read

টেনিদা ফিরছে গরমে ছুটিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার গরমের ছুটিতে রুপোলি পর্দায় ফিরছে টেনিদা অ্যান্ড কোম্পানি। প্রকাশিত হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘ঝাউ বাংলোর রহস্য’ অবলম্বনে সায়ান্তন ঘোষাল পরিচালিত ছবি ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ পোস্টার। নিখাদ হাস্যরস প্রেমীদের কাছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদা বড্ড প্রিয়। সদলবলে পটলডাঙার চারমূর্তি গরমের ছুটিতেই বড়পর্দায় হাজির হচ্ছে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ মে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল চারমূর্তি। টেনির চরিত্রে অভিনয় করেছিলেন চিন্ময় রায়। সন্তোষ দত্ত, রবি ঘোষ, শম্ভু ভট্টাচার্য, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতারা ছিলেন ছবিতে। চিন্ময় রায় নিজেও টেনিদা তৈরি করেছিলেন। সেখানে শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল টেনির চরিত্রে। এবার টেনিদার ভূমিকায় অবতীর্ণ হয়েছে কাঞ্চন মল্লিক।

ক্যাবলার ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। প্যালারামের ভূমিকায় দেখা যাবে সৌমেন্দ্র ভট্টাচার্যকে। সৌরভ সাহাকে দেখা যাবে হাবুলের চরিত্রে। অন্যান্য দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। হাসির পাশাপাশি রহস্যও থাকবে ছবিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Entertainment, #Tollywood, #Bengali Movie, #Teni Da and Company, #Sayantan Ghosal

আরো দেখুন