খেলা বিভাগে ফিরে যান

জন্মদিনে উপহার! শচীনের নামে সিডনি ক্রিকেট মাঠের গেট

April 24, 2023 | < 1 min read

শচীনের নামে সিডনি ক্রিকেট মাঠের গেট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শচীন তেন্ডুলকর নিজের ৫০তম জন্মদিনে বিশেষভাবে সম্মানিত হলেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) একটি গেটের নাম রাখা হল শচীনের নামে।

ব্রায়ান লারার বিখ্যাত ২৭৭ রানের ইনিংসের ৩০ বছর পূর্তিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখল এসসিজি। ১৯৯১-৯২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা খেলেছিলেন ২৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস। তাঁকে সম্মান জানিয়ে মাঠের একটি গেটের নামকরণ করা হল তাঁর নামে।

এর ফলে স্যার ডন ব্র্যাডম্যান, আর্থার মরিস, অ্যালান ডেভিডসনদের পাশে বসলেন শচীন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। এসসিজিতে অস্ট্রেলীয় কিংবদন্তি ও সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের নামে একটি গেট আছে। রীতি অনুযায়ী, সেই গেট দিয়ে যেকোনো ম্যাচে প্রবেশ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন থেকে লারা-তেন্ডুলকারের নামে নামকরণ করা ফটক দিয়ে মাঠে ঢুকবে সফরকারী দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ব্রায়ান লারা ও শচীন তেন্ডুলকারের নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফটকের নামকরণ খুবই সময়োপযোগী সৌজন্যতা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#happy birthday, #Sachin At 50, #Sachin Turns 50, #Sachin Tendulkar gate, #Sydney cricket ground, #Sachin Tendulkar

আরো দেখুন