দেশ বিভাগে ফিরে যান

এবার আধার আপডেটেও টাকা! ভাঁড়ার ভর্তি করতে মোদীর টার্গেট দেশবাসী?

April 24, 2023 | 2 min read

আধার কার্ড সংক্রান্ত পরিষেবা, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে টাকা ছাড়া কোনও পরিষেবা মেলে না। এবার থেকে আধার কার্ড সংক্রান্ত পরিষেবা পেতেও কড়ি খরচ করতে হবে। এতদিন বিনা পয়সায় আধার আপডেশন করানো গেলেও, এবার থেকে সেই কাজ করাতে মাথাপিছু ১০০ টাকা করে দিতে হবে। চলতি এপ্রিল থেকেই নয়া তৈরি চালু হয়েছে। যেকোন বয়সের ক্ষেত্রে প্রথমবারের জন্য আধার কার্ড করানো হয় বিনামূল্যে। কিন্তু তারপর থেকে যদি কোনও তথ্য পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে টাকা খরচ করতে হবে। একদিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আধার কার্ডের জন্য বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপের প্রয়োজন হয় না। পাঁচ সম্পূর্ণ হলেই, বাধ্যতামূলকভাবে আধারের আপডেট করাতে হয়। সে সময় আঙুলের ছাপের প্রয়োজন হয়। আঙুলের ছাপের গঠনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বলে, ১৫ বছর বয়স হলে; আরও একবার আধারের আপডেট করাতে হয়। দুই আপডেটই বাধ্যতামূলক। এ যাবৎ বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে কোনও খরচ পড়ত না। এবার থেকে বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে আম জনতার থেকে খরচ আদায় করা হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, পাঁচের থেকে সাত বছর বয়সীদের ক্ষেত্রে বিনামূল্যেই বাধ্যতামূলক আধার আপডেট করা যাবে। কিন্তু সাত থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে আপডেটের জন্য মাথা পিছু ১০০ টাকা করে ব্যয় করতে হবে। দ্বিতীয়বার বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা বিনামূল্যে পরিষেবা পাবে। কিন্তু ১৭ বছর বা তারপর থেকে আপডেটের জন্য ১০০ টাকা করে দিতে হবে। এককথায়, বাধ্যতামূলক আধার আপডেট করার ক্ষেত্রে, দুই ধাপে দু-বছর করে ফিতে ছাড় দেওয়া হয়েছে। বাকি প্রতিবার আপডেট করার ক্ষেত্রে টাকা ব্যয় করতে হবে। আধার-প্যান সংযোগের জন্য ইতিমধ্যেই ১ হাজার টাকা করে দিতে হচ্ছে দেশবাসীকে। এবার আধার আপডেটের ক্ষেত্রেও টাকা নেবে মোদী সরকার। এখানেই প্রশ্ন, রাজকোষ ভর্তি করতে আম জানতার কাঁধেই বন্দুক রাখছে মোদী সরকার?

TwitterFacebookWhatsAppEmailShare

#aadhar, #Aadhar Card Update, #Aadhar Card, #uidai

আরো দেখুন