দেশ বিভাগে ফিরে যান

মোদী আমলে দেশে তৈরি হচ্ছে শিক্ষিত বেকার প্রজন্ম?

April 25, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে ভারতে ক্রমশ শিক্ষাকে কেন্দ্র ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়ছে। দেশে এখন শিক্ষা খাতে প্রায় ১১ হাজার ৭০০ কোটি ডলারের ব্যবসা চলছে। নতুন নতুন কলেজ-বিশ্ববিদ্যালয় প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে। হাজার হাজার ভারতীয় তরুণ স্নাতকের ডিগ্রি অর্জন করছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না। কারণ তাদের কোনও স্কিল ডেভলপমেন্টের ডিগ্রি নেই। দক্ষতাহীন পঠন-পাঠন শিক্ষিত বেকার প্রজন্মের জন্ম দিচ্ছে!

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে এমনই ইঙ্গিত দিয়েছে, বলা হচ্ছে চাকরি পাওয়ার আশায় হাজার হাজার ভারতীয় তরুণ, এক একজন দুটি বা তিনটি করে ডিগ্রি নিচ্ছেন। এতে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হচ্ছে। কিন্তু একাধিক ডিগ্রি নেওয়ার পরেও কর্মহীন তরুণ প্রজন্ম। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা, যা সরাসরি দেশের বেকারত্বের হারেও প্রভাব ফেলছে।

দেখা যাচ্ছে, প্রভূত অর্থ ব্যয় করে যারা স্নাতকসহ দুই-তিনটি ডিগ্রি নিচ্ছেন, তাদের কর্মক্ষেত্রের জ্ঞান খুবই সীমিত। শিক্ষার্থীদের মধ্যেই সমীক্ষা চালিয়েছিল, ওই মার্কিন সংবাদ সংস্থা। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। কিন্তু দেশের মোট স্নাতকদের অর্ধেকই কর্মহীন। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বক্তব্য, মিশ্র শিক্ষাব্যবস্থার কারণেই দেশে দক্ষ গ্র্যাজুয়েট পাওয়া যাচ্ছে না। ভারতে বেকারত্বের সংখ্যা ৭ শতাংশের বেশি। প্রধানমন্ত্রী প্রায়ই লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। কিন্তু কর্মসংস্থান কোথায়?

ধনীদের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তরাও এখন উচ্চশিক্ষায় আগ্রহী। ডিগ্রি পেয়ে নিজেদের ভাগ্য বদল করতে চান তারা। ব্লুমবার্গকে শিক্ষার্থীরা এমনই জানিয়েছেন। কেউ কেউ বলছেন, তারা সামাজিক মর্যাদা বাড়াতে চান। কারও মতে, বিয়ের সম্ভাবনা বাড়ানোর জন্যই তারা ডিগ্রি নেন। কেউ বলেছেন, সরকারি চাকরির জন্য অ্যাকাডেমিক ডিগ্রি প্রয়োজন, এ জন্য তারা শিক্ষাখাতে ব্যয় করেন। আজও অনেকের ধারণা, একটি ডিগ্রিটি একটি ভাল চাকরি ও উন্নত জীবনের চাবিকাঠি। কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে। অনেকেই চাকরির প্রয়োজনে কারিগরি ডিগ্রি নেন। কিন্তু তাতেও সুরাহা হচ্ছে না।

অসংখ্য কারিগরি প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, দক্ষতা বাড়াতে অন্যান্য ডিগ্রির পাশাপাশি কারিগরি ডিগ্রি নিচ্ছেন তারা, যাতে ভাল চাকরি হয়। দেশের হাজার হাজার বেকার তরুণ বিভিন্ন ইনস্টিটিউটে কারিগরি কোর্স করার জন্য প্রতিদিন পঙ্গপালের মতো ভর্তি হচ্ছেন। ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশন জানিয়েছে, দেশের শিক্ষাখাতের অর্থনীতির আকার ২০২৫ সালের মধ্যে ২২ হাজার ৫০০ কোটি ডলারে গিয়ে পৌঁছবে। যা বর্তমানের দ্বিগুণ হবে মনে করা হচ্ছে।

একদিকে শিক্ষার খরচ বাড়ছে, অন্যদিকে শিক্ষিত বেকারও বাড়ছে। ব্যবসায়ীদের আয় হচ্ছে, কিন্তু হাজার হাজার তরুণ বেকার হচ্ছেন। ফলে সমাজে অস্থিরতা বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Educated Unemployed, #Modi Era, #modi govt, #unemployed

আরো দেখুন