পরপর চার ম্যাচে হার, আজ RCB-র বিরুদ্ধে খরা কাটিয়ে জিততে পারবে KKR?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরপর ৪ ম্যাচে হার। ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। সবমিলিয়ে মাত্র ২ ম্যাচে জয়, হার ৫ ম্যাচে। যার ফলে প্রচণ্ড চাপে নাইটরা। এই পরিস্থিতিতে আজ বুধবার ব্যাঙ্গালোরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৩ এর আইপিএল-এ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়ে দিয়েছিল কেকেআর। সেই বদলা নিতে প্রস্তুত আরসিবি।
চলতি আইপিএল-এ ব্যাটিং এর সমস্যা এখনও মেটাতে পারেনি কলকাতা। ৭ ম্যাচের পরেও টপ অর্ডারের সমস্যা রয়ে গিয়েছে কেকেআরের। জেসন রয় ভালো পারফরম্যান্স দেখানোর পরেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁকে মিডল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয়। মিডল অর্ডারে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু সিং। অধিনায়ক নীতীশ রানাও প্রায়ই সবকটি ম্যাচে লড়াই করে যাচ্ছেন। সেঞ্চুরি করেছেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু দলগতভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না কেকেআর-এর ব্যাটাররা। ব্যাটিং অর্ডার ঠিক করার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের উপর দোষ চাপাচ্ছে কেকেআরের ভক্তরা।
পরপর ম্যাচ হেরে যখন সমস্যায় কেকেআর, তখন ছন্দ ফিরে পেয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। ফাফ ডু প্লেসির পরিবর্তে ২ ম্যাচে নেতৃত্ব পেয়ে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। শুধু ব্যাটার হিসেবে খেলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ডু প্লেসি। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ম্যাক্সওয়েলও। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, বিজয়কুমার বিশাক, হাসারঙ্গা।
এই অবস্থায় দল নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই আরসিবি টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে পরপর চার ম্যাচ হেরে ছন্নছাড়া হয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতে হারের খরা কি কাটাতে পারবে নীতিশ রানার কেকেআর? আজ সন্ধ্যায় সেই দিকেই চোখ থাকবে ক্রিকেট প্রেমীদের।