রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করছেন বিরাট- এবার কোন নতুন নজির গড়লেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বুধবার তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হলেও চলতি আইপিএলে নিজের পঞ্চম অর্ধশতরানটি করে ফেলেন বিরাট কোহলি। ৮ ম্যাচে ৪৭.৫৭ গড়ে ৩৩৩ রান করে এখনও পর্যন্ত তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
কেকেআর-এর বিরুদ্ধে এই ম্যাচেই ৩৭ বলে ৫৪ করার পথে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে একটি নির্দিষ্ট মাঠে সব থেকে বেশি রান করার নজির গড়েছেন তিনি। বিরাট ছাপিয়ে গিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটারকে।
বুধবার ৫৪ রান করায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে ৩০০০ রান করেছেন কোহলি। এ বারের আইপিএল শুরু হওয়ার পরে প্রথম ব্যাটার হিসাবে শুধু আইপিএলেই চিন্নাস্বামীতে ২৫০০ রান করার নজির গড়েছিলেন বিরাট। এ বার আরও এক নজির গড়লেন তিনি।
আইপিএল ও ভারতের হয়ে চিন্নাস্বামীতে ৩০১৫ রান করেছেন বিরাট। এত দিন এই নজির ছিল বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের দখলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের রান ২৯৮৯।
মুশফিক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই রান করতে খেলেছেন ১২১ ইনিংস। আর কোহলি চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩০১৫ রান করেছেন মাত্র ৯২ ইনিংস খেলে।
একটি নির্দিষ্ট মাঠে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ করেছেন ২৮১৩ রান। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তিনি ২৭৪৯ রান করেছেন ট্রেন্ট ব্রিজে।