EVM-র খোঁজ নিচ্ছে নির্বাচন কমিশন, তাহলে কি লোকসভার প্রস্তুতি শুরু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় পঞ্চায়েত ভোট আসন্ন। সেই আবহে ইভিএম নিয়ে খোঁজখবর শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। কোন কোন জেলায় কতগুলো ইভিএম রয়েছে, তা জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইভিএমগুলি কী অবস্থায় রয়েছে, কোথায় কত স্টক রয়েছে, সেগুলিই জানতে চেয়েছে তারা। তারা সম্প্রতি এ বিষয়ে বৈঠকও করেছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তবে কি লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করল কমিশন?
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সারা দেশব্যাপী নির্বাচন হওয়ায় আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে কমিশন। মনে করা হচ্ছে, যে সব ইভিএমে ২০২১ সালে বিধানসভা নির্বাচন হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোর মাধ্যমেই নির্বাচন হবে। ভোটের পর অনেক ইভিএম খারাপ হয়েছিল, সেগুলি সারানো হয়েছে কিনা, যেগুলি রয়েছে, তার অবস্থা কী ইত্যাদি নানাবিধ বিষয়ে আলোচনা সেরেছে কমিশনের কর্তারা। যদিও পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।
অন্যদিকে, ভোটার তালিকায় একই পরিবারের সদস্যদের একত্র করার কাজ আরম্ভ করা হয়েছে। বাড়ির নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে নম্বর দেওয়ার কাজ করছেন। এর ফলে জোড়া সুবিধা মিলবে, প্রথমত, একটি পরিবারের সদস্যদের চিহ্নিতকরণের কাজ সহজ হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ভোটারদেরও তাঁদের পরিবারের সদস্যদের তালিকায় খুঁজতে হবে না।