রাজ্য বিভাগে ফিরে যান

গরমের ক্লান্তি দূর করে রাজ্যে আর কত দিন চলবে ঝড়বৃষ্টির দাপট?

April 28, 2023 | < 1 min read

মেঘলা সন্ধ্যায় কলকাতা। ছবির ক্রেডিট: দেবর্ষি দত্তগুপ্ত; কল সাইন: রোডরানার, কলকাতা ক্লাউড চেজার্স।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র দহনের জ্বালায় লাগাম দিয়ে আজ শুক্রবারও দুই বঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিরপাতের সম্ভাবনা। গতকাল দুপুরের পর থেকে জেলায় জেলায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছিল। আজ রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে রোদের তেজও থাকবে দিনের বেলায়। বিকেলে কাঙ্ক্ষিত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালের সন্ধেয় ঝড়-বৃষ্টিতে স্বস্তি এল, কিন্তু মৃত্যুকে সঙ্গী করে। রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৭ জনের। ৫ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। পূর্ব বর্ধমানে ৪, পশ্চিম মেদিনীপুরে ৩, হাওড়ায় ৩ এবং উত্তর ২৪ পরগনায় ২ জনের। জখম ১৬ জন।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আগামী শনি, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের ৮ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #West Bengal, #storms

আরো দেখুন