← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের সবোর্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।