← রাজ্য বিভাগে ফিরে যান
ছুটির দিনে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে আংশিক মেঘলা। সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়তে পারে।
উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।