রাজ্য বিভাগে ফিরে যান

শুরু হচ্ছে চলতি বছরের হজ যাত্রা, জানুন দিনক্ষণ, নিয়মাবলী

April 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২১ মে থেকে শুরু হতে চলেছে চলতি বছরের হজ যাত্রা। জানা গিয়েছে, ৬ জুন পর্যন্ত চলবে এবারের হজ যাত্রা। মনে করা হচ্ছে, বাংলাসহ বেশ কয়েকটি রাজ্যের প্রায় ১৪ হাজারেরও বেশি হজযাত্রী এবার কলকাতা বিমানবন্দর থেকে হজের উদ্দেশ্যে রওনা হবেন। নির্বিঘ্নে হজ যাত্রার জন্য গতকাল অর্থাৎ শনিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গতকালের বৈঠকে পরিবহণ দপ্তর, কলকাতা ও বিধাননগর পুরসভা, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, এনকেডিএ, কাস্টমস, এয়ারপোর্ট অথরিটিসহ একাধিক দপ্তরের প্রতিনিধি এবং হজ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ হাউসগুলির নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত জল ও খাবারের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে পুরসভাকে। পরিবহণ দপ্তরকে হজ যাত্রীদের জন্য এসি বাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়াও সামগ্রিক ব্যবস্থা পর্যালোচনার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তিনিই গোটা বিষয়টা পরিচালনা করবেন। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা করার পাশাপাশি তাদের করোনার টিকাকরণের নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, যারা আগে কখনও হজে যাননি, এবারের হজযাত্রায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসকেএম, বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালের মতো সরকারি হাসপাতালগুলিতে হজযাত্রীদের জন্যে অন্ততপক্ষে দুটি করে বেড রাখার কথা বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Hajj yatra

আরো দেখুন