হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

সত্যজিতের জন্মদিনে ‘মানিকবাবুর কলকাতা কানেকশন’ সফরে দৃষ্টিভঙ্গি

May 2, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। মানিকবাবুর জন্মদিন উদযাপনে মেতেছে সিনেমা এবং সাহিত্যপ্রেমীরা। করোনা এখন অতীত, ফলে আম জনতার জন্য এবার খুলে দেওয়া হয়েছে বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা। মানিকবাবুর ১০২তম আবির্ভাব দিবসে কলকাতা সফরে বেরিয়েছিল টিম দৃষ্টিভঙ্গি। শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে ফিরে দেখা হল মানিকবাবুর জীবনকে। দৃষ্টিভঙ্গির পাঠক-দর্শকদের সঙ্গে সেই অভিজ্ঞতাই ভাগ করে নেওয়া হল।

২১ রজনী সেন রোড

আজ সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী। বাঙালির প্রিয় আইকনের জন্মদিনে দৃষ্টিভঙ্গি পৌঁছে গেল তাঁরই সৃষ্টি করা আরেক আইকন গোয়েন্দার পাড়ায়। কিন্তু রজনী সেন রোড পৌঁছে ২১ নম্বর বাড়িটি খুঁজে পেলাম না আমরা। কেন এমনটা হল? দেখুন

লেক টেম্পল রোড

সত্যজিৎ রায় নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশপ লেফ্রয় রোডের ছবি। জানেন কি মানিকবাবুর জীবনের বেশ কিছু বছর কেটেছে লেক টেম্পল রোডে। আর এই বাড়ির সুবাদেই এক বিন্দুতে মিলিত হয়েছেন মানিকবাবু ও তাঁর মানসপুত্র সৌমিত্র। কীভাবে?

সত্যজিৎ রায়ের স্কুল

রবীন্দ্রনাথের পরেই বাঙালির সবচেয়ে বড় আইকন যিনি, যার কাজ বিশ্বমঞ্চে গৌরবান্বিত করেছে বাংলাকে সেই সত্যজিৎ রায় পড়াশোনা করেছে কোথায়? খুঁজে দেখল দৃষ্টিভঙ্গি

বসুশ্রীর সাথে রায় বাবুর নিবিড় যোগ

বসুশ্রী প্রেক্ষাগৃহে হয়েছিল ‘পথের পাঁচালী’র প্রিমিয়ার। ভারতীয় চলচ্চিত্র পেয়েছিল নতুন দিশা, যার সাক্ষী ছিল এই হল। আজ থেকে ৬৭ বছর আগে এই বসুশ্রীতেই বাঙালি খুঁজে পেয়েছিল তার, “সাত রাজার ধন এক মানিক”কে

রঙ-তুলি, সত্যজিৎ ও জি সি লাহা

রঙ-তুলি থেকে আঁকার সরঞ্জাম – সবকিছুর জন্যই সত্যজিতের ভরসা ছিল জি সি লাহা। ফোন করলেই রায় বাড়িতে পৌঁছে যেত সবকিছুই। ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়ের স্মৃতি

রাসেল এক্সচেঞ্জ ও মানিকবাবু

খাস কলকাতার বুকে রাসেল স্ট্রিটে বসত নিলামের আসর। আজও দ্য রাসেল এক্সচেঞ্জে হয় নিলাম। এক সময় সত্যজিৎ রায় নিয়মিত আসতেন এখানে। সিনেমার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে নিতেন দোকানের সম্ভার থেকে। ঘুরে দেখল দৃষ্টিভঙ্গি

TwitterFacebookWhatsAppEmailShare

#Satyajit Ray

আরো দেখুন