খেলা বিভাগে ফিরে যান

এশিয়া কাপ ক্রিকেটে রোহিতের গ্রুপে পাকিস্তান? প্রথমবার খেলবে নেপালও

May 2, 2023 | < 1 min read

এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা, ছবি সৌজন্যে- ACC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই প্রথমবার নেপাল ইতিহাস গড়ে এশিয়া কাপ ২০২৩-এ আত্মপ্রকাশ করবে। ছেলেদের এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৩-এর মূল পর্বে জায়গা করে নিয়েছেন লামিছানেরা। নেপালের পক্ষে অপরাজিত থাকেন ব্যাটসম্যান গুলশান ঝা (৮৪) ও ভীম শার্কি (৩৬)।

এবারের Asia Cup-এ ছয়টি লিগ গেম, ছয়টি সুপার ফোর গেম সহ মোট ১৩টি ম্যাচ এবং একটি ফাইনাল খেলা হবে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। মূল প্রতিযোগিতার গ্রুপ পর্বে সন্দীপ লামিছানেদের নেপালকে খেলতে হবে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো জায়ান্টদের বিরুদ্ধে। এবারের এশিয়া কাপ আগামী ২-১৭ সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা। তবে এসিসি সূত্রে খবর, কয়েক দিনের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #Nepal, #asia cup, #India

আরো দেখুন