বিবিধ বিভাগে ফিরে যান

চিরকুটে লেখা হয়েছিল ‘পথের পাঁচালী’র স্ক্রিপ্ট! জানেন সেই ঘটনা?

May 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সত্যজিৎ রায়ের সঙ্গে সঙ্গেই উচ্চারিত হয় পথের পাঁচালী ছবির নাম। পথের পাঁচালী থেকেই শুরু হয়েছিল মানিকবাবুর যাত্রা। গোটা জীবনে তিনি ৩৫-এরও বেশী ছবি পরিচালনা করেছেন। আজ সেই বিশ্ববরেণ্য পরিচালকের জন্মদিন। ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহন করেন সত্যজিৎ রায়।

সত্যজিৎ যখন তাঁর প্রথম ছবি পথের পাঁচালী পরিচালনা করতে গিয়েছিলেন, তখনও তিনি জানতেন না যে ছবির জন্য আলাদা করে স্ক্রিপ্ট লিখতে হয়। সেটে সবাই হাজির, শ্যুটিংয়ের জন্য রেডি। সহপরিচালক এসে তাঁর কাছে স্ক্রিপ্ট চাইতেই, তিনি বলেন, স্ক্রিপ্টের কী দরকার? আমি যা বলব ওরা তাই করবে বলবে। আলাদা করে স্ক্রিপ্টের কী দরকার? এই কথা শুনে সবাই অবাক। তারপর তিনি বলেছিলেন, ঠিক আছে পেন আর কাগজ নিয়ে এস। তিনি লিখে দেবেন।

ছোট কাগজের টুকরোতে একটা করে দৃশ্য এঁকে দিলেন। কে কি কথা বলবে তা তখনই বসে লিখে লিখে দিলেন। এই চিরকুটগুলোই ছিল ‘পথের পাঁচালী’র স্ক্রিপ্ট। আদপে তিনি ছিলেন অতিমানবীয় মেধার অধিকারী। তাঁর মাথায় পুরো বিষয়টা এমনভাবে গেঁথে নিতেন এই, তাঁর কোনও কিছুরই দরকার পড়ত
না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pather Panchali, #Satyajit Ray, #Filmmaker

আরো দেখুন