← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে আর কত দিন চলবে ঝড়বৃষ্টির দাপট? জানাল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে বাড়তে চলেছে বৃষ্টি। আগামী ৪ঠা মে পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতায় আজকেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ফলে তাপমাত্রা কমবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল ৫ই মে অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়বে যার ফলে গরম বাড়বে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ৩৫-৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুতের সম্ভাবনা রয়েছে।