কবীর থেকে আদিদেব, জেনে নিন টলি সেলেব সন্তানদের নামের কী প্রকৃত অর্থ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমাদের প্রিয় টলি সেলেবরা তাদের সন্তানদের স্টাইলিশ নাম রাখতে পছন্দ করেন, যেগুলি খুবই অর্থবহ। এই নামকরণের বিষয়টিও সিনেমা প্রেমীদের কাছে কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে টলি সেলিব্রিটিদের সন্তানদের নামও জনপ্রিয় হয়ে উঠছে। সে কারণেই এখন কবীর থেকে আদিদেব ঘরে ঘরে পরিচিত।
আসুন জেনে নেওয়া যাক এই জনপ্রিয় টলি সেলেব সন্তানদের নামের কী বিশেষ অর্থ
১ কবীর
কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে দম্পতির একমাত্র ছেলের নাম কবীর।
কবীর নামের অর্থ হল মহান, শক্তিশালী এবং নেতা।
২ ইউভান
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর একমাত্র ছেলের নাম ইউভান।
ইউভান শব্দের প্রকৃত অর্থ হল মহাদেব। এছাড়াও এই নামের অন্যান্য অর্থ হল সদা জাগ্রত, সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী।
৩ ঈশান
নুসরত জাহান ও যশ দাশগুপ্তর একমাত্র ছেলের নাম ঈশান।
সাধারণত ঈশান নামের অর্থ হল উত্তর পূর্ব কোণ। এছাড়াও মহাদেবের অপর নাম ঈশান। এই নামের অন্যান্য অর্থগুলি হল জ্ঞান, ঐশ্বর্য এবং সমৃদ্ধি।
৪ কেশব
রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর একমাত্র ছেলের নাম কেশব।
কেশব নামের অর্থ হল শ্রীকৃষ্ণ।
৫ আদিদেব
সঞ্চালিক সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্য়ায়ের ছোট ছেলের নাম আদিদেব।
আদিদেব নামের অর্থ হল সৃষ্টিকর্তা/ শিব।
৬ সহজ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের ছেলের নাম সহজ।
সহজ নামের অর্থ এতটাই সহজ যে তা আর আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না।
৭ মেঘলা ও ইদারা
বিদীপ্তা চক্রবর্তী ও বিরসা দাশগুপ্তর দুই মেয়ে মেঘলা ও ইদারা।
মেঘলা নামের অর্থ হল মেঘাচ্ছন্ন
ইদারা নামের অর্থ হল সমৃদ্ধি বা জ্ঞান।
৮ প্রণীল
রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল বসুর ছেলের নাম প্রণীল বসু।
প্রণীল শব্দের অর্থ হল শিব।