রাজ্য বিভাগে ফিরে যান

Pet Parent-দের জন্য সুখবর, পোষ্যদের জন্য অনলাইন টিকিট বুকিং শুরুর ভাবনা

May 5, 2023 | < 1 min read

পোষ্যদের জন্য অনলাইন টিকিট বুকিং শুরু ভাবনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেড়াতে ভালবাসেন না এমন মানুষ হয়ত মেলা কার্যত অসম্ভব। কিন্তু আজকাল অনেকের বাড়িতেই পোষ্য রয়েছে। বেড়াতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বাড়ির প্রিয় পোষ্য। বেড়াতে গেলে কোথায় রেখে যাবেন প্রিয় পোষ্যকে, এই নিয়েই চিন্তিত অনেকে। ভারতীয় রেল পোষ্য মালিকদের জন্য নিয়ে এল সুখবর। পোষ্য কুকুর এবং বিড়ালদের জন্য অনলাইন টিকিট বুকিং পরিষেবা চালু করার কথা ভাবছে রেল। এমনটা হলে পোষ্যদের নিয়ে ট্রেনে যাতায়াতের আর কোনও সমস্যা থাকবে না।

এখন পোষ্যদের নিয়ে যাতায়াতের জন্যে প্রথম শ্রেণির এসি কেবিন বুক করতে হয়, পুরো কেবিন বুক করলেই পোষ্যর সঙ্গে যাত্রা করা যাবে। পার্সেল বুকিং কাউন্টারে যাত্রার দিনে গিয়ে পোষ্যর টিকিটটি সংগ্রহ করতে হয়। সেখানে যাত্রীকে কনফার্ম টিকিট, পোষ্যর টিকাকরণ সার্টিফিকেট এবং ভ্রমণের সার্টিফিকেট তৈরি করাতে হয়। সারমেয়র ওজন করা হয়, প্রতি কিলোগ্রাম অনুযায়ী ৩০ টাকা ধার্য করা হয়। তারপর সারমেয়র টিকিট পাওয়া যায়।

অনলাইনে পরিষেবা চালু হলে এসব ঝামেলা থেকে রেহাই পাবেন পেট প্যারেন্টরা। পোষ্যর টিকিট বুক করার পরে তার টিকাকরণ ঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pets, #Pet parents, #online ticket booking

আরো দেখুন