দেশ বিভাগে ফিরে যান

LIC, AirIndia-র পর এবার দেশের কয়লা খনি বেচবে মোদী সরকার?

May 6, 2023 | < 1 min read

এবার দেশের কয়লা খনি বেচবে মোদী সরকার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যাঙ্ক, রাষ্ট্রয়ত্ত সংস্থা পর এবার মোদী সরকারের নজর কয়লায়।

অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পের আওতায় ২৫টি কয়লা খনির খননের দায়িত্ব বেসবকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মোদী সরকার। সাফ কথায়, এবার কয়লা সেক্টরকে বিক্রি করবে কেন্দ্র। কয়লা সংস্থাগুলির সম্পদ বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মোদী সরকারের বেসরকারিকরণের পরিকল্পনা কিন্তু সফল হয়নি, সরকারি সম্পত্তি বিক্রি হয়েছে কিন্তু কাঙ্খিত অঙ্কের অর্থ আসেনি। কিন্তু তাও বেসরকারিকরণ থেকে পিছু হঠছে না মোদী সরকার। কারণ বেসরকারিকরণ অর্থ সংগ্রহের সহজ উপায়, তাই এই পন্থা বেছে নেওয়া।

দু-বছর আগে ঠিক হয়েছিল, বেসরকারিকরণের মাধ্যমে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে, যদিও তা করা যায়নি। গত বছরের বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছিল ৬৫ হাজার কোটি টাকায়। এবারের বাজেটে আরও কমিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫১ হাজার কোটি টাকা। বিভিন্ন সংস্থার বেসরকারিকরণের প্রক্রিয়া এখন থমকে রয়েছে। তাই এবার কয়লায় নজর।

মোদী সরকারের পরিকল্পনা, কয়লা মন্ত্রকের অধীনে থাকা সম্পত্তি বিক্রি করে চলতি বছর ৫০ হাজার ১১৮ কোটি টাকা আদায় করা হবে। ২৫টি কয়লা খনিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। কোল ইন্ডিয়াকে কর্পোরেট সংস্থা হিসেবে গড়ে তোলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coal mines, #Airindia, #India, #Narendra Modi, #LIC, #PM Modi, #modi govt

আরো দেখুন