বিবিধ বিভাগে ফিরে যান

অনুষ্ঠিত হল কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের ফুল দোল

May 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন, যার সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক শতকের ইতিহাস। গতকাল মদনমোহনের ফুল দোল অনুষ্ঠিত হল। বর্তমানের মদনমোহন মন্দিরটি ১৮৮৯ সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ তৈরি করেছিলেন। আকৃতিতে মন্দিরটি চারচালা। জানা যায়, মদনমোহনের বিগ্রহটি আদপে কোচবিহারের মহারাজের গৃহদেবতা। রুপোর সিংহাসনে অষ্টধাতুর মদনমোহন বিরাজ করেন।

রাস ছাড়াও আরও অনেক উৎসব অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক মন্দিরে। তেমনই একটি উৎসব হল ফুল দোল। মদনমোহনের দ্বাদশ যাত্রার অন্যতম এক যাত্রা হল ফুল দোল। ফুল দোল উপলক্ষ্যে মদনমোহন শুক্রবার সন্ধ্যা থেকে রাত ও শনিবার সারাদিন মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করেন। রীতি মেনে ফুল দোল উপলক্ষ্যে সন্ধ্যায় মদনমোহনকে মন্দিরের বারান্দায় নিয়ে আসা হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে সাজানো দোলনায় বসানো হয়। বিশেষ পুজো হয়, পাশাপাশি যজ্ঞের আয়োজনও করা হয়। রাতে মদনমোহন আবার মন্দিরের গর্ভগৃহে ফিরে যান। শনিবার অর্থাৎ গতকাল সকাল থেকে তাঁকে ফের মন্দিরে বারান্দায় নিয়ে এসে ফুল সজ্জিত দোলনায় বসানো হয়। দিনভর মদনমোহন মন্দিরে ভক্তদের ভিড় লেগেই ছিল। রাজ্যের নানা প্রান্ত থেকে এমনকি ভিন রাজ্য থেকেও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। গতকাল রাতে, শয়ানের সময় মদনমোহনকে মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coochbehar, #Madan Mohan Temple, #Phool Dol

আরো দেখুন