দেশ বিভাগে ফিরে যান

এবার কুস্তগিরদের আন্দোলনে কৃষকরা, দিল্লি স্তব্ধ করার হুঁশিয়ারি অন্নদাতাদের

May 7, 2023 | < 1 min read

কুস্তগিরদের আন্দোলনে কৃষকরা। ছবি সৌজন্যে: The Weekly Mail

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারির দাবিতে রাজধানীর যন্তর মন্তরে ধর্নায় বসেছেন দেশের কুস্তিগিররা। নিজেদের দাবিতে তাঁরা আজও অনড়। এবার দেশের অন্নদাতারাও আসছেন এই আন্দোলনে সামিল হতে। রাজধানীর উদ্দেশ্যে উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন। যন্তর মন্তরে ধর্নারত কুস্তিগিরদের পাশে দাঁড়াবেন তাঁরা।

বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন দেশের মহিলা কুস্তিগিররা। দেশের শীর্ষ আদালতের নির্দেশে পুলিশ বাধ্য হয়ে এফআইআর গ্রহণ করে কিন্তু আজও মুক্ত ব্রিজভূষণ। যন্তর মন্তরে রবিবার বসতে চলেছে মহাপঞ্চায়েত। সংযুক্ত কিসান মোর্চা সর্বতভাবে নিগৃহীতাদের দাবিকে সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রীয় লোকদল এবং ভারতীয় কিসান ইউনিয়ন অবিলম্বে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। দিল্লি পুলিশকে এক সপ্তাহ সময় দিয়েছেন কৃষকরা। বিজেপি সাংসদ ব্রিজভূষণ গ্রেপ্তার না হলে, দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাকেশ টিকায়েতরা। জানা গিয়েছে, আজ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাবেন কৃষক প্রতিনিধিরা।

সংযুক্ত কিসান মোর্চা কুস্তিগিরদের আন্দোলনকে প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ শনিবার রাত থেকেই উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিপুল জমায়েতের আশঙ্কায় রাজধানী দিল্লিকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #delhi, #farmers, #Jantar Mantar, #Wrestlers, #Wrestlers protest

আরো দেখুন