রাজ্য বিভাগে ফিরে যান

কবে পরিণত হবে ঘূর্ণিঝড় মোকা? কতটা প্রভাব পড়বে বঙ্গে?

May 7, 2023 | < 1 min read

ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ নিম্নচাপে পরিণত হবে সেই ঘূর্ণাবর্তটি। সোমবার ৮ মে নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। এরপর সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। ৯ /১০ মে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।

আগামী কয়েকদিনে কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপর দিকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী পাঁচদিনে বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা। তবে তাপপ্রবাহের আশঙ্কা থাকছে না।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলেই তার গতিপথ আরও সুস্পষ্ট হবে। আজ থেকে বুধবার পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ ঘূর্ণিঝড়ের সময় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাসের সম্ভাবনা। বাতাসের গতিবেগও ঘণ্টায় ৭০ কিমি ছাড়িয়ে যেতে পারে। ১০ মে থেকে বাতাসের গতিবেগ ৬০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Rain, #IMD, #cyclone mocha

আরো দেখুন