ঘূর্ণিঝড় মোকা কি আছড়ে পড়বে বাংলায়? বিশ্লেষণে দৃষ্টিভঙ্গি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোকা নিয়ে প্রতি ধাপে আপডেট দিচ্ছি আমরা, ঘূর্ণিঝড়ের বিষয়ে প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর থাকুক দৃষ্টিভঙ্গিতে। মোকার সম্ভাব্য গতিপথে থাকবে বাংলা? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মোকা কোথায় আছড়ে পড়বে, কত গতি থাকবে, সে বিষয় এখনও স্পষ্ট নয়। যদিও সময় যত এগোচ্ছে অন্ধ্রপ্রদেশে মোকার আছড়ে পড়ার সম্ভাবনা কমছে। বাংলা বা ওড়িশাই হতে চলেছে মোকার গন্তব্য। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহেই ঝড়টি আছড়ে পড়তে পারে। তবে মোকার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, কেরল ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হবে।
ওড়িশা থেকে মায়ানমার পর্যন্ত সুবিশাল অঞ্চলজুড়ে মোকার আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। স্বভাবতই বাংলা ও বাংলাদেশ তো আছেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি কলকাতা থেকে ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি যদি দক্ষিণ মায়ানমারের দিকে অগ্রসর হলে, খুব দ্রুত সময়ের মধ্যেই তা বাংলা বা ওড়িশায় প্রবেশ করবে। সমুদ্রে অবস্থানের সময় শক্তি বাড়াতে পারে মোকা।
মোকার সম্ভাব্য টাইমলাইন:
- বঙ্গোপসাগরের উপর ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।
- ৭ মে অর্থাৎ আজকের মধ্যে মৎসজীবীদের ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
- আগামীকাল অর্থাৎ ৮ মে ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ৮-১১ মে-র মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
- ৯ মে-র মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
- ৯-১০ মে-র মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
- তারপর নিজের অক্ষ বরাবর এগোবে ঘূর্ণিঝড়।