বিনোদন বিভাগে ফিরে যান

শ্রাবন্তী থেকে মিমি, এই টলি-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা জানলে চমকে যাবেন

May 8, 2023 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতিটি পেশার জন্য একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু সিনেমার জগত এমন একটি ক্ষেত্র যেখানে ডিগ্রির চেয়ে অভিনয়ের দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও প্রিয় তারকাদের প্রতি ভক্তদের ক্রেজ এতটাই বেশি যে তারা ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই প্রতিটি বিবরণ জানতে আগ্রহী।

দেখে নিন থেকে শ্রাবন্তী থেকে মিমি, টলিউডের সেইসব উজ্জ্বল নক্ষত্রদের কার কী শিক্ষাগত যোগ্যতা

কোয়েল মল্লিক, ছবি সৌজন্যে Instagram/@YourKoel

কোয়েল মল্লিক (Koel Mallick): পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন টলিউড কুইন কোয়েল মল্লিক। তিনি গোখেল মেমোরিয়াল কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক।

শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়, ছবি সৌজন্যে-TOI

শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly): পড়াশোনার পাশপাশি খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ম্যানেজমেন্টে স্নাতক এই অভিনেত্রী।

নুসরত জাহান, ছবি সৌজন্যে-Telegraph

নুসরত জাহান (Nusrat Jahan): অভিনেত্রী সাংসদ নুসরত জাহান পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। তিনি ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স পাস করেছিলেন।

মিমি চক্রবর্তী, ছবি সৌজন্যে- ফাইল ফটো/ Twitter

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty): টলিউডের প্রথম সারির গ্ল্যামারস অভিনেত্রী হলেন মিমি। তিনি আশুতোষ কলেজ থেকে বিএ পাশ করেছেন। তারপর তিনি ছোট পর্দায় পা রাখেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে- Twitter/Surinder Films

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee): শ্রাবন্তী খুবই কম বয়সে টলিউডে পা রেখেছিলেন। শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। স্কুলে পড়াশোনা চলাকালীন অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। ২০২১-এ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী পদপ্রার্থী হন। নির্বাচন কমিশনে পেশ করা মনোনয়নের তথ্য অনুযায়ী জানা গেছে তিনি উচ্চমাধ্যমিক পাশ।

শ্রীলেখা মিত্র, ছবি সৌজন্যে- Facebook/ Sreelekha Mitra Fans Club

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra): এই টলিউড সুন্দরী পড়াশোনাতেও ছিলেন বেশ মেধাবী। তিনি জয়পুরিয়া কলেজ থেকে বিএ পাস করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়তে শুরু করেছিলেন তিনি।

ঋতুপর্ণা সেনগুপ্ত, ছবি সৌজন্যে- tellychakkar

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): ৯০ এর দশকে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্তর। এক দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আধিপত্য করেছেন তিনি। ঋতুপর্ণা লেডি ব্রেবোন কলেজ থেকে ইতিহাসে স্নাতক।

রচনা বন্দ্যোপাধ্য়ায়, ছবি সৌজন্যে Instagram/@rachnabanerjee

রচনা বন্দ্যোপাধ্য়ায় (Rachana Banerjee): বাংলা সিনেমার পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ও সেই সঙ্গে বলিউডের একটি ছবিতে অভিনয় করেছেন রচনা। বর্তমানে তিনি টিভি সঞ্চালিকা হিসেবে এখন বেশ জনপ্রিয় ‘দিদি। শোনা যায় তিনি স্নাতক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Education Qualification, #Tollywood, #Tollywood Artists, #Tollywood Actress

আরো দেখুন