বিনোদন বিভাগে ফিরে যান

বাংলা সিরিয়াল থেকে হারিয়ে যাওয়া ৮ জনপ্রিয় অভিনেত্রী, জানেন কারা?

May 11, 2023 | 3 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা সিরিয়াল বাঙালি দর্শকদের বরাবর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এইসব সিরিয়ালের তারকাদের আপন ভাবতে শুরু করেন দর্শকরা। বেশিরভাগ সিরিয়ালের গল্প নারী কেন্দ্রিক। তবে বাংলা মেগা সিরিয়ালের জগতে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন যাদের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হারিয়ে গিয়েছেন টলি ইন্ডাস্ট্রি থেকে।

দেখে নিন কোন কোন অভিনেত্রী এখন আর সিরিয়ালে আর অভিনয় করতে দেখা যায় না

রনিতা দাস

রনিতা দাস, ছবি সৌজন্যে-ফেসবুক/@MsRanieetaOfficial

‘ইষ্টি কুটুম’ সিরিয়ালে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতা দাস। এরপর তিনি সোহাগী সিঁদুর, ধন্যি মেয়ে সিরিয়ালেও অভিনয় করেছিলেন। কিন্তু এখন আর তাঁকে কোনও সিরিয়ালে দেখা যায় না।

বাসবদত্তা চট্টোপাধ্যায়

বাসবদত্তা চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে- ফেসবুক/@BasabdattaOfficial

বাংলা ধারাবাহিকের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন বাসবদত্তা। তাঁকে ‘বয়েই গেল’ সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। এরপর তাকে নেতাজি, গানের ওপারে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। তবে তাঁকে এখন আর কোনও বাংলা সিরিয়ালে দেখা না গেলও সিনেমা ও সিরিজে চুটিয়ে অভিনয় করছেন।

তিথি বসু

তিথি বসু, ছবি সৌজন্যে- ফেসবুক/@tithi.basu.9

বাংলা ধারাবাহিকের আরেক জনপ্রিয় অভিনেত্রী তিথি বোস। সর্বকালের সেরা ‘মা’ সিরিয়ালে ঝিলিকের চরিত্রে একটানা ৫ বছর ভিনয় করেছিলেন তিনি। তারপর তাঁকে আর কোনও বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি।

বিনিতা চট্টোপাধ্যায়

বিনিতা চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে- ফেসবুক/@VinnieDiaries

বাংলা সিরিয়ালের অন্যতম দক্ষ অভিনেত্রী বিনীতা চ্যাটার্জী। ‘মেম বউ’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় দর্শকদের কাছে ছিল বেশ পছন্দের। এখন তাঁকে আর কোনও সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না।

নেহা আমনদীপ

নেহা আমনদীপ, ছবি সৌজন্যে- ফেসবুক/NehaAmandeepOfficial

বাংলা সিরিয়াল ‘স্ত্রী’-তে অভিনয় করতেন জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ। ২০১৬ সালে সম্প্রচারিত ওই সিরিয়ালে নীল ভট্টাচার্যের বিপরীতে দেখা যেত তাঁকে। এরপর আরও একটি বাংলা সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁকে এখন আর কোনও সিরিয়ালে দেখা যায় না।

অনন্যা চট্টোপাধ্যায়

অনন্যা চ্যাটার্জি, ছবি সৌজন্যে- ফেসবুক/ananya.chatterjee.13

বিভিন্ন সিরিয়ালের পাশাপাশি সিনেমাতে অভিনয় করতেন অনন্যা। পরে তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক সুবর্ণলতা। এরপর তাঁকে আর বাংলা টেলিভিশনে অভিনয় করতে দেখা যায় নি।

প্রত্যুষা পাল

প্রত্যুষা পাল, ছবি সৌজন্যে- ফেসবুক/PratyushaPaulOfficial

২০১৭ সালে ‘তবু মনে রেখো’ ধারাবাহিক দিয়ে প্রত্যুষার অভিনয়ের যাত্রা শুরু হয়। এছাড়া রেশম ঝাঁপি, এসো মা লক্ষ্মী, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ইত্যাদি বিভিন্ন সিরিয়ালেও অভিনয় করেন তিনি। কিন্তু এখন আর তাঁকে কোনও সিরিয়ালে দেখা যায় না।

বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়

বিজয় লক্ষ্মী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে- ফেসবুক/bijaylakshmi.chatterjee

সংসার সুখের হয় রমণীর গুণে ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন তিনি। প্রথম সিরিয়ালেই বিজয় লক্ষ্মী রাতারাতি জনপ্রিয়তা পান। ২০১৮ সালে ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে অভিনয় করেন কিন্তু এখন আর তিনি কোনও সিরিয়ালে অভিনয় করছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Actresses, #Bengali Serials

আরো দেখুন