রাজ্য বিভাগে ফিরে যান

মোকার প্রভাবে বঙ্গে আর কত দিন চলবে তাপপ্রবাহ? আবহাওয়ার উন্নতি কবে?

May 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে মোকার প্রভাবে আজও বজায় থাকবে দাবদাহ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে নাজেহাল অবস্থা। তবে উত্তরবঙ্গের ৩ জেলায় আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও উপকূলীয় অঞ্চল ছাড়া বাকি জেলাগুলিতে আগামিকাল ১২ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। পর্যন্ত জারি থাকবে তাপপ্রবাহ। আগামী ১৩ ও ১৪ মে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস।

মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবারের গভীর নিম্নচাপ পরিবর্তন হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবারের গভীর নিম্নচাপ রূপ নেবে ঘূর্ণিঝড়ে। বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের গতিপথ। ১৩ তারিখ থেকে এই ঝড় অনেকটা দুর্বল হবে। ১৪ তারিখ বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী অংশ দিয়ে বয়ে যাবে। ১২ মে পর্যন্ত উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে ভারতের কোনও উপকূলেই ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়বে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyclone Mocha Update, #West Bengal, #Weather forecast, #Weather Update, #heat wave

আরো দেখুন