মালদহে তৈরি হতে চলেছে গম্ভীরা মিউজিয়াম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহে তৈরি হতে চলেছে গম্ভীরা মিউজিয়াম। এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরনো মালদহ ব্লকের বানীবাবান টাউন লাইব্রেরিতে পর্যটক এবং গবেষকদের জন্য মালদহের বিখ্যাত গম্ভীরা লোকশিল্পের মুখোশ, সরঞ্জাম এবং বইপত্রের একটি যাদুঘর তৈরি হতে চলেছে। আপাতত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে একটি বৈঠক হতে চলেছে।
ওল্ড মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং জেলার বেশ কয়েকজন জনপ্রিয় গম্ভীরা শিল্পী ও সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা বলেন, মালদহ আম, রেশম এবং গম্ভীরার জন্য জগৎ বিখ্যাত। বিভিন্ন প্রান্ত থেকে আসা আগ্রহী পর্যটকরা মালদহের বিখ্যাত লোকশিল্প গম্ভীরা সম্পর্কে আরও জানতে তাদের জেলায় আসেন। আগ্রহ নিরসন করার জন্যে, পর্যটকরা শিল্পীদের সঙ্গে দেখা করেন। তাদের বাড়িতে যান। সেই কারণেই মিউজিয়াম তৈরির প্রয়োজন। যা গম্ভীরার উন্নতিতে সাহায্য করবে।
গ্রন্থাগার কর্তৃপক্ষ জানাচ্ছে, গ্যালারীটিতে শিল্পীদের নাম, ফটো এবং ফোন নম্বর থাকবে। জেলার ১৫ টি ব্লকে বসবাসকারী সমস্ত গম্ভীরা শিল্পীদের নাম ইতিমধ্যেই নাথিভুক্ত করা হয়েছে। জেলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে জনগণের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিউজিয়ামটি গবেষকদের জন্যে উপযোগী হবে বলে আশাবাদী কর্তৃপক্ষরা।