দেশ বিভাগে ফিরে যান

সোনার কেল্লার দেশে মিলল লিথিয়াম ভাণ্ডারের হদিশ

May 12, 2023 | < 1 min read

রাজস্থানে একটি বৃহত্তর লিথিয়ামের মজুদ পাওয়া গেছে। ছবি সৌজন্যে: গেটি ইমেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজস্থানে পাওয়া গেল লিথিয়াম ভাণ্ডারের সন্ধান। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে জানা যাচ্ছে, রাজস্থানের নাগৌড় জেলার দেগানা পুরসভার এলাকায় বিপুল পরিমাণে লিথিয়াম মজুত রয়েছে। লিথিয়াম হল পৃথিবীর সবচেয়ে হালকা এবং নরম ধাতু। নানান ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান মিলেছিল। শোনা যাচ্ছে, জম্মু-কাশ্মীরে চেয়েও বেশি পরিমাণে লিথিয়াম রয়েছে রাজস্থানের সংশ্লিষ্ট এলাকায়। মনে করা হচ্ছে, রাজস্থানে যে পরিমাণ লিথিয়াম রয়েছে তা দেশের চাহিদার ৮০ শতাংশ মেটাতে পারবে। উল্লেখ্য, এদেশে লিথিয়াম আমদানি করা হয়। ফলে মনে করা হচ্ছে, এত বিপুল পরিমাণে লিথিয়ামের হদিশ মেলায়, দেশের লিথিয়াম আমদানি নির্ভরতা কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lithium, #Lithium Reserves, #Rajasthan

আরো দেখুন