রাজ্য বিভাগে ফিরে যান

শুরু হচ্ছে হাওড়া ব্রিজ মেরামতি, ২৭ রাত ধরে চলবে কাজ

May 13, 2023 | < 1 min read

হাওড়া ব্রিজ, ছবি সৌজন্যে- pixababy

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হতে চলেছে হাওড়া ব্রিজ মেরামতির কাজ, ইতিমধ্যেই মিলেছে কলকাতা ট্রাফিক পুলিশের অনুমোদন। কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে খবর, একটানা ২৭ রাত ধরে চলবে ব্রিজ মেরামতির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে, আরও অতিরিক্ত সময় নেওয়া হতে পারে বলে খবর মিলেছে। রাত দশটা থেকে ভোর ছটা অবধি ব্রিজের এক তৃতীয়াংশে মেরামতির কাজ হবে। বাকি অংশে যান চলাচল অব্যাহত থাকবে। কাজ চলাকালীন যানজট এড়াতে, কলকাতা ও হাওড়া পুলিশ সবরকম ব্যবস্থা গ্রহণ করছে। নিত্যযাত্রীরা এখনও যানজটের আশঙ্কা করছে।

জানা গিয়েছে, কলকাতা পুলিশ ১০ মে থেকে হাওড়া ব্রিজ মেরামতির অনুমোদন দিয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত মেরামতির কাজ শুরু হবে। আশি বছরের প্রবীণ এই ব্রিজ মেরামতিতে প্রায় সাড়ে তিন কোটি খরচ হবে। প্রযুক্তিবিদ্যার পরিভাষায় মেরামতির পোশাকি নাম ডেক সারফেস মেরামতি। হাওড়া ব্রিজের উপর থাকা মোটা পিচের আস্তরণ প্রথমেই সম্পূর্ণ তুলে ফেলা হবে। পিচের নীচে থাকা ইস্পাতের তৈরি ব্রিজের ডেকের কাঠামোয় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা। শেষপর্যায়ে ২৫ মিলিমিটার পুরু বিটুমিনাস দিয়ে ম্যাস্টিক রাস্তার কাজ শেষ হবে।

কলকাতা পুলিশ, হাওড়া কমিশনারেট, কলকাতা বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে ব্রিজ পরিদর্শন করে ঠিক করেছেন, নটি পর্যায়ে ব্রিজ মেরামতির হবে। একেকটি পর্যায় ব্রিজের ১৪০০ বর্গ মিটার অংশ মেরামতি করার কথা রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Howrah Bridge

আরো দেখুন