বিনোদন বিভাগে ফিরে যান

শুভমনের আগে ২ জন ভারতীয় হলিউডে ডাব করেছেন যারা অভিনেতা নন, জানুন কারা

May 13, 2023 | 2 min read

শুভমন গিল, আরিয়ান খান ও আরমান মালিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে অসংখ্য ডাবিং আর্টিস্ট ও ভয়েস আর্টিস্ট আছেন যাঁরা বিভিন্ন হলিউড ও দক্ষিণ ভারতের ছবিতে ছবিতে ডাব করেছেন।

ছবি সৌজন্যেঃ শুভমন গিল ফেসবুক

প্রথম ক্রিকেটার হিসেবে ডাব করতে চলেছেন ভারতের উদীয়মান তারকা শুভমন গিল। ৯টি ভাষায় মুক্তি পেতে চলেছে স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকর। এই পবিত্র প্রভাকরের কণ্ঠ দিয়েছেন শুভমন গিল। শুধু হিন্দি নয় স্পাইডারম্যান-এর পঞ্জাবী ভার্সনের জন্যও ডাবিং করেছেন শুভমন গিল।

কিন্তু জানেন কি শুভমনের আগেও এমন দুজন হলিউডের জন্য কণ্ঠ দিয়েছেন যারা পেশায় ডাবিং আর্টিস্ট বা অভিনেতা নন।

১. আরিয়ান খান:

ছবি সৌজন্যেঃ gulf news


The Incredibles (Hum Hain Lajawaab) সিনেমাটি রিলিজ করে ২০০৪ সালে। এই সিনেমার হিন্দি ভাষায় তেজ লাজাওয়াব-র জন্য কণ্ঠ দেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এছাড়াও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দা লায়ন কিং’ (The Lion King) সিনেমার হিন্দি ভাষায় সিম্বার চরিত্রে কণ্ঠ দেন আরিয়ান খান।

২. আরমান মালিক:

ছবি: আরমান মালিক


বলিউডের বিখ্যাত গায়ক হলেন আরমান মালিক। ২০১৯ সালে রিলিজ হয় ডিজনির ‘আলাদিন’ সিনেমাটি। হিন্দি ভাষায় আলাদিনের চরিত্রকে শুধু কণ্ঠ দেননি সঙ্গে গেয়েছিলেন গানও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aryan Khan, #Shubman Gill, #Aarman Malik, #Dubbing, #Hollywood

আরো দেখুন