Super Sunday-তে মুখোমুখি চেন্নাই-কলকাতায়, প্লে-অফের অঙ্ক কী বলছে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ আইপিএলের ৬১তম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার নিরিখে অনেকটাই স্বস্তিজনক জায়গায় রয়েছে ধোনির চেন্নাই। তারা ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ধোনির। অন্যদিকে, নাইটদের সংগ্রহে ১০ পয়েন্ট, তারা এখন টেবিলের সপ্তম স্থানে। এই ম্যাচ জিততেই হবে কলকাতাকে, প্লে অফের অঙ্ক কঠিন কিন্তু অসম্ভব নয়। এখন নিজেদের জয় ছাড়াও অন্যদের জয় পরাজয়ের অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে নাইটদের। আজকের ম্যাচে বৃষ্টির সম্ভবনা নেই।
অন্যদিকে, গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে ধোনি বাহিনী। নাইটদের হারালে পাকা হবে প্লে অফের টিকিট। হেরে গেলেও প্লে অফের রাস্তা খোলা থাকবে তাদের সামনে। আজকের পিচ স্পিন সহায়ক হবে। ফলে ঘূর্ণির দাপটে বেগ পেতে পারেন ব্যাটসম্যানরা। চেন্নাই, কলকাতা; দুই দলেরই স্পিন শক্তি বেশ মজবুত।
১২ ম্যাচে নাইটদের ঝুলিতে ১০ পয়েন্ট। নেট রান রেট –০.৩৫৭। শেষ দুটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে নাইটরা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গুজরাত টাইটান্স প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চেন্নাই দ্বিতীয়, মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্লে অফের শেষ জায়গার জন্য নাইটদের লড়াই হবে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংসের সঙ্গে।
এই পরিস্থিতিতে রবিবার মাঠে নামছে নাইট রাইডার্স। চেন্নাইয়ের সমানে ঘরের মাঠে নাইটদের হারিয়ে প্লে অফ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। নাইটদের জিততেই হবে।