গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৮০১ জন, মৃত্যু ৮ জনের
May 15, 2023 | < 1min read
সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৮০১ জন।
দেশে অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ০.০৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৪৯৩ জন। একদিনে করোনায় মৃত ৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৭৭৮ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২০৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৫ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।