বেটি বাঁচাও বললেও মোদী সরকার এখন অন্ধ ও বধির, অভিযোগ বিনেশদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারকে তোপ দেগে ৮৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন যন্ত্রর মন্তরে ধর্নারত কুস্তিগিররা। যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও সরকার কিছু শুনছে না বলে অভিযোগ তাঁদের।
নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি-সহ মোট ৪৩জন বিজেপি নেত্রীকে চিঠি লিখে বিনেশ ফোগট, সাক্ষী মালিকরা জানিয়েছেন, ‘‘আমরা, ভারতে মহিলা কুস্তিগির ফেডারেশন সভাপতির যৌন হেনস্তার শিকার। তিনি সভাপতি থাকাকালীন একাধিকবার যৌন নিগ্রহ করেছেন। তাঁর বিরুদ্ধে সুর চড়ানোর চেষ্টা করা হলে সুবিচার পাওয়া তো দূরস্ত, কুস্তিগিরদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন তিনি। এবার মাথার উপর জল উঠে গিয়েছে। মহিলা কুস্তিগিরদের সম্মান রক্ষার জন্য লড়াই ছাড়া আর কোনও উপায় নেই।’’
সোমবার যন্তর মন্তরে সাংবাদিক বৈঠকে বিনেশ বলেছেন, সরকার সব জেনেও অন্ধ ও বধির হয়ে রয়েছে। তিনি বলেছেন, ‘‘সরকার বেটি পড়াও বেটি বাঁচাও-এর কথা বলে। আমরাও তো মেয়ে। আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। তার যথেষ্ট প্রমাণ দিয়েছি। সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু সরকার অন্ধ ও বধির হয়ে রয়েছে। হতে পারে ব্রিজভূষণের ক্ষমতার জন্য সবাই চুপ করে আছে। কিন্তু আমাদের আন্দোলন চলবেই।’’
এর পাশাপাশি তিনি বলেন, ‘২২ দিন ধরে আমরা অনশন করছি। কিন্তু বিজেপির এক জন মহিলা সাংসদও আমাদের পাশে এসে দাঁড়াননি। তাই আমরা ৪৩ জন মহিলা সাংসদের কাছে ইমেল ও চিঠিতে আমাদের আবেদন জানিয়েছি। আশা করছি এ বার তাঁরা আমাদের পাশে থাকবেন।’’
কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেপ্তারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন দেশের সেরা কুস্তিগিরদের একাংশ। ২২দিন ধরে তাঁরা ধর্না চালালেও সমাধান সূত্র এখনও অধরা।