দুই বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি।
মোকার সরাসরি প্রভাব বাংলা তথা ভারতে না পড়লেও বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে আঘার এনেছে। রাজ্যে গরম বাড়ছে এবং তার মধ্যেই সুখবর দিল হাওয়া অফিস। জলীয় বাষ্প তৈরি হওয়ার ফলে রাজ্যে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বুধবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস আছে।
মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি।
হলুদ সতর্কতা জারি করা হয়েছে দর্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।