বিবিধ বিভাগে ফিরে যান

জল্পনার অবসান, এক যুগ পর আবার ‘ডন’ হিসেবে পর্দায় ফিরছেন ‘কিং’ খান

May 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বক্স অফিসে পাঠান ছবিতে সদ্য অ্যাকশন প্যাকে ঝড় তুলেছেন কিং খান। সেই রেশ কাটতে না কাটতেই এবার নয়া অ্যাকশন প্লটে দেখা যাবে তাঁকে। জল্পনার অবসান ঘটিয়ে আসছে ‘ডন থ্রি’ ছবি। রেড চিলি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবি শুভ মুক্তির দিন।

এই মুহূর্তে হাতে একগুচ্ছ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা। সব থেকে চমকে দেওয়ার মতো খবর, ‘ডন ৩’ ছবি নিয়েও শুরু হয়ে গিয়েছে কথাবার্তা। এক্সেল এন্টারটেনমেন্ট কর্তা রিতেশ সিধওয়ানির দাবি, অ্যাকশন থ্রিলার ‘ডন ৩’ ছবির চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক ফারহান আখতার।

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘ডন ২’। পরিচালনা করেছিলেন ফারহান আখতার। সিনেমা প্রেমীদের কাছে প্রশ্ন, শেষ পর্যন্ত এক যুগেরও বেশি সময় পরে কি শাহরুখের হাত ধরেই কামব্যাক করবেন ফারহান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #Farhan Akhtar, #shah rukh khan, #Don 3

আরো দেখুন