আজও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি থাকবে।
গতকাল অর্থাৎ সোমবার বিকেলে তুমুল ঝড় বৃষ্টি হয় কলকাতায়। ঝড়ের গতিবেগ ছিল ৮৪ কিমি। এই ঝড়ের তাণ্ডব চলে তিন মিনিট। জানা গেছে শহরের ১৯ টি জায়গায় গাছ ভেঙে পড়ে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই কালবৈশাখী ঝড়ের গতি ছিল ৬০ কিমি।
হাওয়া অফিস জানাচ্ছে গতকালকের মত আজ মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পূর্বাভাসে যেমন রয়েছে স্বস্তি তেমনি রাজ্যের পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতায় ২০ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আছে এবং বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।