নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২০মে ইডেন গার্ডেন্সে সুপার সাটার্ডেতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস।
শনিবার সন্ধ্যে ৭:৩০ টায় ইডেনে এই বছরের #IPL-র শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত প্লে-অফে কোয়ালিফাই করেনি KKR, তবুও সমর্থকদের ভালোবাসা একটুও কমেনি। টিম শাহরুখ খান এবং গোল্ডেন নাইটসের যৌথ উদ্যোগে ২০ মে, ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন ও ধন্যবাদ জানাতে ফ্যানদের জন্য “KKR RALLY” আয়োজন করেছে। সকল কেকেআর এবং শাহরুখ খান ফ্যানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
২৫ নভেম্বর, শনিবার দেশের ১ লক্ষ ৬০ হাজার ‘আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ তথা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টাতে দেশের সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে মোদী সরকার