দেশ বিভাগে ফিরে যান

সরানো হল রিজিজুকে, অর্থমন্ত্রক থেকে নির্মলাকে সরাতে পারেন মোদী-শাহ?

May 18, 2023 | < 1 min read

সরানো হল রিজিজুকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লোকসভা ভোট। মেরে কেটে ১০ মাস, তারপরই নয়া লোকসভার জন্যে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের চাকরিটি যেতে চলেছে। কিন্তু এই সময় কতটা সঙ্গত হবে মন্ত্রিসভার রদবদল?

এদিকে, বৃহস্পতিবার সকালে কিরন রিজিজুর জায়গায় আইনমন্ত্রী হিসেবে অর্জুন রাম মেঘওয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিজিজুকে ঠেলে দেওয়া হয়েছে আর্থ সায়েন্স মন্ত্রিত্বের দ্বায়িত্ব।

প্রশ্ন উঠছে খোদ গেরুয়া শিবিরে। কিন্তু মোদী-শাহ বুঝতে পারছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কঙ্কালসার অবস্থাই চব্বিশে মোদীর বিরুদ্ধে হাতিয়ার হতে চলেছে। তাই ড্যামেজ কন্ট্রোল হেতু নর্থ ব্লকে গুঞ্জন, নির্মলার পদ যাচ্ছে! অর্থমন্ত্রকের সর্বেসর্বা হওয়ার দৌড়ে আচমকাই সামনের সারিতে এসে পড়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নির্মলার উপর নাকি স্বয়ং প্রধানমন্ত্রী বেজায় চটেছেন। অবশ্য রাজনৈতিক মহলের মত রদবদলের নেপথ্য দায়ী ধুঁকতে থাকা অর্থনীতি নিয়ে বাড়তে থাকা ক্ষোভ। নাকি কর্ণাটক হারের ধাক্কা থেকে নজর ঘোরানো? জল্পনা সর্বত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Nirmala Sitharaman, #Amit shah, #kiren rijiju, #Modi Cabinet

আরো দেখুন