রাজ্য বিভাগে ফিরে যান

মাকালু জয় পিয়ালির, হাফ-ডজন আট হাজারি শৃঙ্গ জয়ের নজির বঙ্গতনয়ার

May 18, 2023 | < 1 min read

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করেন পিয়ালি বসাক, ছবি সৌজন্যে- Twitter/@EverestToday

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও এক আট হাজারি শৃঙ্গ জয় করলেন বাংলার মেয়ে পিয়ালি। হাফ ডজন আট হাজারি শৃঙ্গ জয় হয়ে গেল চন্দননগরের পিয়ালি বসাকের। গতকাল অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল সাতটা থেকে আটটার মধ্যে চরম দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেই পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করেন পিয়ালি বসাক। একই সঙ্গে বাংলার প্রথম নারী হিসাবে নজির গড়লেন তিনি।

পিয়ালির আগে কোনও বঙ্গতনয়া ছয়টি আট হাজারি শৃঙ্গ জয় করেননি। গত ১৭ এপ্রিল পিয়ালি বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছিলেন। উল্লেখ্য, টুসি দাস (শা) দুটি ও প্রয়াত ছন্দা গায়েন তিনটি আট হাজারি শৃঙ্গ জয় করেছিলেন। বাংলার প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে পিয়ালি ছয়টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন। জানা গিয়েছে, অভিযাত্রীরা সকলেই সুস্থ আছে। বেসক্যাম্পে নেমে আসার প্রক্রিয়া শুরু করেছেন তারা।

কেবল দুর্যোগপূর্ণ আবহাওয়া নয়, আর্থিক প্রতিকূলতা, হাজারও প্রতিবন্ধকতাকে পিছনে ঠেলে এগিয়েছেন পিয়ালি। অন্নপূর্ণা জয়ের পরই মাকালু অভিযানের কথা ছিল। কিন্তু বাবার শরীর হঠাৎ খারাপ হওয়ায় পিয়ালি বাড়িতে ফিরে আসেন। ২৭ এপ্রিল তিনি রওনা হন, উদ্দেশ্য মাকালু অভিযানে অংশ নেওয়া। বুধবার সকালেই তার স্বপ্ন সার্থক হয়, মাকালু জয় করেন তিনি। স্বভাবতই পিয়ালির বাড়িতে, পরিবারে এবং শুভানুধ্যায়ী মহলে খুশির হাওয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালে মানাসালু অভিযান জয় করেই, পিয়ালির জয়যাত্রা শুরু হয়েছিল। এরপর, ধৌলগিরি, কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়া এভারেস্ট, লোৎসে, তারপর ২০২৩ সালে অন্নপূর্ণা, মাকালু জয় করেন তিনি। পাঁচ বছরে ছয় শৃঙ্গজয় অনন্য কীর্তি স্থাপন করলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Piyali Basak, #Mountaineer, #Mount Makalu

আরো দেখুন