আজ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দুই বর্ধমানে ৬০ কিমি ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আগামী ২ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস আরও জানিয়েছে যে দুই বঙ্গেই দিনে গরম পড়বে কিন্তু সন্ধ্যের পর বৃষ্টি হতে পারে আগামী ৫ দিন।
বাংলায় কবে বর্ষা ঢুকবে প্রশ্ন করা হলে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ৭ জুন প্রথম জলপাইগুড়ি জেলায় প্রবেশ করতে পারে বর্ষা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১১ই জুন।