নতুন করে অক্সিজেন পাচ্ছে বাংলার আবাসন শিল্প, নেপথ্যে রাজ্যের নীতি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার আবাসন শিল্প নতুন করে অক্সিজেন পাচ্ছে, সৌজন্যে রাজ্যের নীতি। করোনার ধাক্কা সামলে আবাসন শিল্পকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করেছিল বাংলার সরকার। স্ট্যাম্প ডিউটিতে দু’শতাংশ ও সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় ঘোষণা করেছিল রাজ্য। ফ্ল্যাট বিক্রির পরিসংখ্যান বলে দিচ্ছে, রাজ্যের গৃহীত পদক্ষেপের সুফল পেতে আরম্ভ করেছে বাংলার আবাসন শিল্প। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় ১০ হাজার ৬৬০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রি হয়েছে। টাকার অঙ্কের নিরিখে বৃদ্ধির হার ৩৮ শতাংশের বেশি। ফ্ল্যাটের সংখ্যার নিরিখে বৃদ্ধি হার ৩১ শতাংশ।
২০২২ সালের মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট অর্থ বছরে কলকাতায় ফ্ল্যাট বিক্রি হয়েছিল ১৬ হাজার ৩৯২টি। গত মার্চ অবধি এক বছরে তা বৃদ্ধি পেয়ে ২১ হাজার ৪১৫ তে পৌঁছে গিয়েছে। বাংলার আবাসন ব্যবসায়ীরা, এই ব্যবসায় খুশি। তাদের বক্তব্য, গত কয়েক বছরের হিসেবে এত ফ্ল্যাট বিক্রি আগে হয়নি। তারাই বলছেন, রাজ্য সরকারের আর্থিক ছাড় সংক্রান্ত পদক্ষেপ বিক্রি বাড়ার অন্যতম কারণ।