← রাজ্য বিভাগে ফিরে যান
কলকাতা সহ দুই বঙ্গে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে। বৃহষ্পতিবার সন্ধ্যার মতো শুক্রবার সন্ধ্যেতেও ভিজল কলকাতা সহ সংলগ্ন এলাকা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং উত্তরবঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বৃষ্টির সঙ্গে।
দক্ষিণবঙ্গের যে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেইগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান।
উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। যার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।