দমদম, স্ট্র্যান্ড রোডের পর জোড়া কামান উদ্ধার কলকাতায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দমদম, স্ট্র্যান্ড রোডের পর এবার জোড়া কামান উদ্ধার হল কলকাতায়। কলকাতা দেশের অন্যতম প্রাচীন জনপদ, এ শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ইতিহাস। সেই ইতিহাসই উন্মোচিত হচ্ছে ধাপে ধাপে। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার দুই জায়গায় খননকার্য চালিয়ে প্রাচীন দুটি কামান উদ্ধার করা হয়েছে।
ডালহৌসির কাছে, জিপিওর ২নম্বর গেটের সামনে মাটি খুঁড়ে একটি ব্রিটিশ আমলের কামান উদ্ধার করা হয়। অন্যদিকে, বিডন রো ও নীলমণি মিত্র সরণি ক্রসিংয়ের এক জায়গা থেকে পাওয়া যায় আরেকটি কামান। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় ও কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুনের উপস্থিতিতেই কামান দুটি মাটি থেকে তোলা হয়। পুরসভা, পুলিশ-প্রশাসনের লোকেরাও হাজির ছিলেন। আপাতত কামান দুটিকে পর্যবেক্ষণ করা হবে, তারপরেই সামনে আসবে কামান দুটির ঐতিহাসিক গুরুত্ব।